চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার - দৈনিক রূপান্তর Dainik Rupantor

সংবাদ শিরোনাম

“দৈনিক রূপান্তর – সত্যের পথে পরিবর্তনের অঙ্গীকার”

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 25, 2025

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার


 

গাজীপুরে চাঁদাবাজি, সাংবাদিককে আটকে মুক্তিপণ আদায়সহ একাধিক অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে (২১) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিকের দায়ের করা মামলায় গ্রেপ্তাররি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। 

উল্লেখ্য, তাহরিমা জান্নাত সুরভী নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। তিনি টঙ্গী ছাড়াও  কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত ছিলেন। 

No comments:

Post a Comment

Post Top Ad