সরকারি তিতুমীর কলেজে ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই উত্তেজনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত দুইজন। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে বনানী থানায় সোপর্দ করে।
সংঘর্ষের সূত্রপাত ঘটে শহীদ মামুন ছাত্রাবাসের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে। আহ্বায়ক ইমাম হোসাইন ও সদস্য সচিব সেলিম রেজার নেতৃত্বাধীন দুই গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে পাল্টা হামলার ঘটনা ঘটে বাড্ডা লিংক রোড ও গুলশান এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মহাখালী অভিমুখে অগ্রসর হলে সেনা টহল তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক হন শাহিন, তাহের ও আনিস নামে তিনজন।
এদিকে, সংঘর্ষ চলাকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নয়ন আলীর একটি ভয়েস রেকর্ড সামনে এসেছে, যেখানে সেলিম রেজার পক্ষের শিক্ষার্থীদের মারামারিতে অংশ নিতে হুমকি দেওয়া হয়।
তবে সেলিম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ অপপ্রচার ও ষড়যন্ত্র।” আহ্বায়ক ইমাম হোসাইন জানান, “ঘটনা সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, “আটককৃতদের শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। তারা ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।”
No comments:
Post a Comment