‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তানভীর রাহী! - দৈনিক রূপান্তর Dainik Rupantor

সংবাদ শিরোনাম

“দৈনিক রূপান্তর – সত্যের পথে পরিবর্তনের অঙ্গীকার”

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 26, 2025

‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দিলেন তানভীর রাহী!

 


কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। এক বিশেষ সাক্ষাৎকারে ‘ভয়ংকর’ আফ্রিদির বর্ণনা দেন তিনি।

সম্প্রতি তানভীর রাহীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাহী বলছেন আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি। এরপরই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা ব্যক্তিজীবন সম্পর্কে।

রাহী বলেন,

'সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভেতরে এক রকম আর বাইরে আরেক রকম। আমি বলবো, ক্যামেরার বাইরে সে ‘ভয়ংকর’ একটা লোক।'

রাহী আরও বলেন,

'ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম। সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি। রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পেটাতো।'

পুরনো স্মৃতি মনে করে এ কনটেন্ট ক্রিয়েটর বলেন,

'যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোনকল দেয়। এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয়। আন্দোলনের দুই-তিন মাস পরের কথা। মনে হয় ওর মাথায় ঢুকেছিল, আমি কাউকে কিছু বলে দিতে পারি। একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও। তা দেখেতো আমি ভয় পেয়ে যাই।'

সেদিনের কথা বর্ণনা করে তিনি বলেন,

দুশ্চিন্তায় আমার তলপেটে কামড় দিতে শুরু করে। ফোন করে কী বলবে তা শোনার জন্য কল ধরি। আমি ফোন ধরার পর আফ্রিদি বলে তোর সাথে একজনের কথা বলিয়ে দিচ্ছি। সে কিন্তু শিগগিরই দেশের বড় মাপের কেউ হবেন, প্রধানমন্ত্রী বা ভালো একটা পদে যাবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়ার পর ও বলে বুঝেছিস আমার অবস্থানটা। সাবধানে থাকিস।


সবশেষে তিনি বলেন,

৫ আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদি। আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি। কিন্তু তা হয়নি। তার মনুষ্যত্ব নেই, সে শুধু জানে প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন; মনের ভেতরে এসব হারামি চিন্তা-ভাবনা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায়  আসামি তৌহিদ আফ্রিদি রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন। মামলায় ১১ নম্বর আসামি তিনি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। 

No comments:

Post a Comment

Post Top Ad